সেপ্টেম্বর ২১, ২০২৪

দুই টেক মোগলের কথিত লড়াই কোথায় দেখানো হবে তা নিয়ে তারা অনলাইনে ঝগড়া শুরু করেছেন৷ মাস্ক বলছেন, এক্সে (সাবেক টুইটার) তাদের ‘মারামারি’ লাইভ স্ট্রিমিং করা হবে৷ আর জাকারবার্গ বলেছেন, আরো নির্ভরযোগ্য প্লাটফর্ম প্রয়োজন৷

বেশ ক’দিন ধরেই নিজেদের পেশার লড়াইকে পেশির লড়াইয়ে নামিয়ে আনতে চাইছেন দুই টেক জায়ান্ট টেসলা-স্পেস এক্সের কর্ণধার এলন মাস্ক ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ৷ যদিও এখনও পরিষ্কার নয় সত্যি সত্যি এই লড়াই হবে কি না, তবে বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত দুই ব্যক্তির কথার লড়াই বন্ধ নেই৷ গত জুন মাসে প্রথম এই যুদ্ধের কথা চাউর হয়৷

রোববার টেক জায়ান্ট এলন মাস্ক বলেন, তার প্রস্তাবিত মল্লযুদ্ধটি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি প্রচার করা হবে৷ তিনি আরো উল্লেখ করেন, এই স্ট্রিমিং থেকে আয়কৃত অর্থ বয়স্কদের সেবায় ব্যয় করা হবে৷

বিপরীতে জাকারবার্গ এক্স বা টুইটারের বিকল্প তার প্লাটফর্ম থ্রেডে লেখেন, ‘(স্ট্রিমিংয়ের জন্য) আমাদের আরেকটু নির্ভরযোগ্য প্লাটফর্ম ব্যবহার করা উচিত না যা সত্যি চ্যারিটির জন্য অর্থ সংগ্রহ করতে পারে?’

তিনি আগস্টের ২৬ তারিখ লড়াইয়ের দিন প্রস্তাব করেছেন৷ তবে মাস্ক এখনো তা নিশ্চিত করেননি৷ লড়াইয়ের প্রথম প্রস্তাবটি আসে অবশ্য মাস্কের কাছ থেকেই৷ সূত্র: ডিডাব্লিউ, এএফপি, রয়টার্স, এপি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *