সেপ্টেম্বর ২০, ২০২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি ফ্লাইট থেকে ৩০ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে আসা ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো স্বর্ণের তরল পেস্ট উদ্ধার করা হয়।

দুবাই থেকে আসা ফ্লাইটে কাস্টমস হাউজ এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযানে বিমানটির ১২টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ২৭ কেজি; যার বাজার দর প্রায় ২৭ কোটি টাকা। উদ্ধার করা স্বর্ণগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

সোমবার সকালে ঢাকা কাস্টমস হাউজের এআরও সারোয়ার কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে দুবাই থেকে আসা ফ্লাইট নং ইকে-৫৮৬ বিমানের তিনজন যাত্রীর কাছ থেকে ৩.৩৩ কেজি স্বর্ণ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।

১৬ জুলাই বিকাল সোয়া ৬টায় দুবাই থেকে আসা ফ্লাইট নং ইকে-৫৮৬-এর ৩ যাত্রী যথাক্রমে- বাগেরহাটের মশিউর রহমান, মুন্সীগঞ্জের জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের আকবর হোসেনকে আটক করে কাস্টমস প্রিভেন্টিভ কর্মকর্তারা।

এক্স-রের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের রেক্টাম থেকে ডিম্বাকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা আরও একটি করে মোট ৩টি সোনার বার জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।

তারা আরও জানান, তিন কোটি চল্লিশ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যাত্রীদের ফৌজদারি মামলা করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *