নভেম্বর ১৬, ২০২৪

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচে ৪টি উইকেট নিয়েছেন সাকিব। এটাই যথেষ্ঠ ছিল তাকে সেরা দলে জায়গা করে দিতে। ব্যাটিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। শেষ ম্যাচে দারুণ ব্যাটিং করে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিনি এক ধাপ এগিয়েছেন। এই টাইগার বাঁহাতি ব্যাটার এখন অবস্থান করছেন ৩৪ নম্বরে। তবে বোলারদের তালিকায় দীর্ঘদিন পর সেরা দশে ফিরেছেন সাকিব। ১০ নম্বরে জায়গা করে নেয়ার পথে তিনি তিন ধাপ এগিয়েছেন।

এদিকে বাকি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। প্রথম দুই ওয়ানডেতে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন লিটন। শেষ ম্যাচে তার অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ জেতানো এই ইনিংসের সুবাদে ৩ ধাপ এগিয়েছেন লিটন। তিনি ৩৮তম স্থানে আছে স্কটল্যান্ডের স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে।

বোলারদের তালিকায় এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। দুই ম্যাচে ৩ উইকেট নেয়া তাসকিন এগিয়েছেন পাঁচ ধাপ। অবশ্য এমন পারফরম্যান্সেও সেরা ৪০ এর ভেতরে জায়গা পাননি তিনি। তাসকিনের অবস্থান ৪৫ নম্বরে। শেষ ম্যাচে সুযোগ পাওয়া তাইজুল ২ উইকেট নিয়ে এগিয়েছেন ৯ ধাপ। তিনি আছেন ৫৬তম স্থানে। সিরিজ জিতে নেয়া আফগান বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছেন রশিদ খান। তিনি তিন ধাপ এগিয়ে অবস্থান করছেন চার নম্বরে। প্রথম দুই ওয়ানডেতে খেলা এই স্পিনারের ঝুলিতে গেছে মোট ৪ উইকেট।

আফগানস্তানের ব্যাটারদের মধ্যে সেঞ্চুরিসহ ১৪২ রান করে ১১ ধাপ এগিয়েছেন ইব্রাহীম জাদরান। তিনি উঠে এসেছেন ১৬ নম্বরে। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর বোলারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...