ডিসেম্বর ২৩, ২০২৪

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন রাস্তায় ধস ও ফ্ল্যাশফ্লাডের কারণে ২ হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমে। সিকিম পাহাড়ে বাঁধভাঙা বৃষ্টিতে বেড়েছে তিস্তার জলস্তর, ইতিমধ্যেই জারি হলুদ সতর্কতা।

সিকিম প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমের হেডকোয়ার্টার মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ধসের কারণে বেশ কয়েকটি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে উত্তর সিকিমের লাচুং ও লাচেন অঞ্চলে ২০০০-এরও বেশি পর্যটক আটকে পড়েছেন। এর মধ্যে ১৯৭৫ জন ভারতীয়, ৩৬ জন বিদেশি পর্যটক।

বিদেশি পর্যটকদের মধ্যে রয়েছেন ২৩ জন বাংলাদেশি, ১০ জন আমেরিকা এবং ৩ জন সিঙ্গাপুরের নাগরিক। ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দিরের মতো জনপ্রিয় পর্যটনস্থলগুলি যাওয়ার সংযোগকারী রাস্তায় জওহরলাল নেহরু মর্গের কাছেও ধস নেমেছে। প্রশাসনের তরফে এও জানানো হয়, উত্তর সিকিমের নানা অঞ্চলে ৩৪৫ টি গাড়ি ও ১১টি মোটরবাইক আটকে রয়েছে। বৃষ্টি থামলে রাস্তা মেরামতির কাজ শুরু হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...