এপ্রিল ৩০, ২০২৪

২০১২ সালে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর একে একে বিপিএলের নয় মৌসুম মাঠে গড়িয়েছে। গত এক দশকে ছেলেদের ক্রিকেটে উন্নতির পেছনে বড় একটা অবদানও আছে এই ফ্র্যাঞ্চাইজি লিগের। তাইতো এবার নারী বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি। আগামী দুই-এক বছরের মধ্যেই মাঠে গড়াতে পারে নারী ক্রিকেটের এই টুর্নামেন্ট।

গতকাল (৩১ মে) বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে৷ এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।’

এদিকে টেস্ট স্ট্যাটাস পেলেও বাংলাদেশ নারী দল এখনও কোনো টেস্ট ম্যাচ খেলেনি। যে কারণে ঘরোয়াতে সাদা পোশাকের ক্রিকেট যুক্ত করার সঙ্গে বয়সভিত্তিক দলেও কার্যক্রম বাড়িয়েছে বিসিবি। নাদেল বলেন, ‘বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট…আমরা স্কুল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের আক্ষেপ ছিল আমরা দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলছি না। এবার সেটা কেটেছে। চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি।’

নারী দলের কার্যক্রম এখন পুরুষ দলের তুলনায় কোনো অংশে কম নয় দাবি করে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘খুলনায় যেটা হলো। আগামী বছর বা পরবর্তীতে যেটা করব, সেখানে হয়তো দলের সংখ্যা বাড়তে পারে এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এই কারণে এখন কিন্তু নারী ক্রিকেট, আগের ওই এক-দুইটা টুর্নামেন্ট বা দুই-একটা সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কার্যক্রম এখন কোনো অংশের কম নয়।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *