ডিসেম্বর ২২, ২০২৪

পাঞ্জাব কিংসের বিপক্ষে ২১৩ রান করেও ম্যাচ হারের শঙ্কায় পড়েছিল দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত তারা ১৫ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। দলের জয়ে বড় ভূমিকা আছে বোলারদেরও। তার মতে ফিল্ডাররা খুবই খারাপ পারফরম্যান্স করেছে। ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে ৮ নম্বরে আছে দিল্লি। ফলে তাদের প্লে অফে খেলার আশাও ক্ষীণ।

এমন অবস্থাতে দুই পয়েন্ট পেয়ে দারুণ আনন্দিত দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, ‘খুব খারাপ ফিল্ডিং পারফরম্যান্স। দিল্লির পিচে ব্যাটিং করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। পৃথ্বীর প্রভাব দেখতে ভালো লাগলো। রাইলি রুশোও ভালো করেছেন। আমাদের ঘরের মাঠে ধারাবাহিকতা দরকার ছিল। আমরা ঘরে মাঠে ভালো কাজ করতে পারিনি। আজ রাতে দুটি পয়েন্ট পেয়ে ভালো লাগছে।’

পাঞ্জাবের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে দারুণ ছন্দ এনে দিয়েছিলেন ওয়ার্নার ও পৃথ্বী। ওপেনিং জুটিতে তারা যোগ করেন ৯৪ রান। এরপর শুরু হয় রুশোর ঝড়। এই প্রোটিয়া ব্যাটারের ৩৭ বলে ৮২ রানের জুটিতে ২১৪ রানের বিশাল পুঁজি নিশ্চিত করে দিল্লি। ম্যাচ শেষে সতীর্থ ও সাপোর্ট স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রুশো। এবারের আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছিলেন না রুশো। দুটি ৩৫ রানের ইনিংস খেললেও এর আগে কোনো হাফ সেঞ্চুরি পাননি তিনি। এবার প্রায় সেঞ্চুরি করে ফেলা ইনিংসে সেই আক্ষেপ ঘুচিয়েছেন তিনি।

রুশো বলেন, ‘সাপোর্ট স্টাফদের ধন্যবাদ। দলের জন্য পারফরম্যান্স করতে পারব বলে বিশ্বাস ছিল। ডেভিড (ওয়ার্নার) যেমন বলেছে এটি একটি ভালো উইকেট ছিল। ডেভিড টপ অর্ডারে একটি ভালো জুটি গড়েছিল। আমি এই ইনিংসটি (নিজের) দারুণ ভাবে উপভোগ করেছি। এই ম্যাচটি প্রমাণ করে যে শেষ বলটি না হওয়া পর্যন্ত একটি খেলা শেষ হয় না। লিয়াম অসাধারণ ইনিংস খেলেছেন।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...