ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটের পর এবার এসএমই প্ল্যাটফর্মেও ব্লকে লেনদেন চালু করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার (২১ মে) থেকে এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীরা ব্লকে লেনদেন করতে পারবে।

মঙ্গলবার (১৬ মে) ডিএসইর এসএমই মার্কেটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিএসই ডিএসই এসএমই প্ল্যাটফর্মে ব্লক মার্কেট লেনদেন সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কার্যকর হবে আগামী ২১ মে থেকে। এর ফলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর ডিএসই ও ব্লকে লেনদেন চালু করছে।

বিএসইসির নিয়ম অনুযায়ী পুঁজিবাজারের ব্লকে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকার বেশি যে কোনো শেয়ার হাতবদল করতে হয়। এখানেও সেই নিয়ম বলবত থাকবে। এছাড়াও এসএমই মার্কেটের কোম্পানিগুলোর শেয়ার দর ওঠা-নামা করার সীমা বা সার্কিট ব্রেকার হবে ১০ শতাংশ।

প্রসঙ্গত, বড় পরিমাণে শেয়ার কেনা-বেচার প্রস্তাবকে ব্লক ট্রেড বলা হয়। ব্লক ট্রেডে সাধারণত দুটি পার্টির মধ্যে নির্ধারিত দামে বড় সংখ্যার ইকুইটি লেনদেন হয়ে থাকে। অনেক সময়ে এই লেনদেন বাজারের বাইরে হয়ে থাকে। যাতে মূল মার্কেটে এই শেয়ারের দামের উপরে খুব একটা প্রভাব না পড়ে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...