ডিসেম্বর ২২, ২০২৪

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। এর মধ্যে প্রথম দুই ম্যাচেই রান তাড়া করতে নেমে জয় পেয়েছে বাবর আজমের। দল। যদিও তৃতীয় ম্যাচে ২৮৭ রানের পুঁজি নিয়ে ২৬ রানের জয় পেয়েছে তারা।

সিরিজ জয়ের পর পাকিস্তান অধিনায়ক বাবরের ভাষ্য, ‘ওয়ানডেতে আমরা ৩৫০ তাড়া করার চেষ্টা করি, আবার ৩০০ রানের পুঁজি নিয়ে জেতার চেষ্টা করি। এটাই আমরা দিনে দিনে করে আসছি। ফোকাস হচ্ছে নির্ভার না থেকে পরের খেলাগুলোও এভাবেই খেলব। আমরা টি-টোয়েন্টিতেও এভাবেই খেলেছি। আশা করছি শতভাগ দিয়ে সামনেও (বিশ্বকাপ লক্ষ্য করে) এগিয়ে যাব।’

কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দলীয় ৩৭ রানে ফখর জামানকে হারানোর পর আরেক ওপেনার ইমাম উল হককে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৮ রান যোগ করেন বাবর। আর এই জুটির কল্যাণেই বড় পুঁজি নিশ্চিত হয় পাকিস্তানের। বাবর ৫৪ রান করে ফিরলেও ইমাম আউট হন ৯০ রান করে। এরপর মোহাম্মদ রিজওয়ান, আঘা সালমান ও শাদাব খানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় রানের স্বস্তি পায় পাকিস্তান। এরপর বল হাতে শাহীন আফ্রিদি, শাদাব ও মোহাম্মদ ওয়াসিম ২ উইকেট করে নিলে ম্যাচ হাতের মুঠোয় চলে আসে পাকিস্তানের। ম্যাচ শেষে বোলার ও ব্যাটারদের কৃতিত্ব দিয়েছেন তিনি।

বাবর আরও বলেন, ‘উইকেট একটু মন্থর ছিল। কিন্তু আমি আর ইমাম জুটি গড়েছিলাম। যেভাবে রিজওয়ান খেলেছে এবং শাদাব শেষ করেছে। এটা আমাদের ২৮০ ছাড়িয়ে নিতে সাহায্য করেছে। বোলাররাও দারুণ ছিল। শাদাব আর নাওয়াজ ভালো শুরু করেছে, দুর্ভাগ্যজনক নাওয়াজ পরে জোট পেয়েছে। আগা ৯ ওভার বল করেছে, দারুণ খেলেছে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...