ডিসেম্বর ২২, ২০২৪

দুঃসময় যেন চারপাশ থেকে ঘিরে ধরেছে চেলসিকে। কিছুতেই যেন হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তারা। উলভস, ব্রাইটনের কাছে হারের পর আজ ব্রেন্টফোর্ডের কাছেও ২-০ গোলে হেরে গেল স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

এ ম্যাচে হারের পর ৩২ ম্যাচে এখন চেলসির পয়েন্ট ৩৯। পয়েন্ট তালিকায় আপাতত তাদের অবস্থান ১১ নম্বরে। এখন চেলসির যা ফর্ম, এটা চলতে থাকলে শীর্ষ দশে থেকে মৌসুম শেষ করাই কঠিন হয়ে যাবে তাদের জন্য।

স্টামফোর্ড ব্রিজে চেলসি ম্যাচের ৩৭ মিনিটে পিছিয়ে পড়ে আত্মঘাতী গোল খেয়ে। কর্নার থেকে আসা বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দেন চেলসি অধিনায়ক সিজার আজপিলিকেতা।

সেই গোল আর শোধ করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ৭৮ মিনিটে আরেকটা গোল হজম করতে হয়। বাকিটা সময় চেষ্টা করেও আর জালের দেখা পায়নি চেলসি। শেষ পর্যন্ত ঘরের মাঠে ২-০ ব্যবধানের হার সঙ্গী হয় তাদের।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...