জানুয়ারি ৯, ২০২৫

বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ১৮ দশমিক ৯৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছ। সপ্তাহটিতে ইউনিট দর সবচেয়ে বেশি বেড়েছে জেমিনি সি ফুডের শেয়ার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেমিনি সি ফুড শেয়ারের ক্লোজিং দর ছিল ৫২৮ দশমিক ২০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৭১৪ দশমিক ৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৮৬ দশমিক ৬০ টাকা বা ৩৫ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ফুডস ১৮ দশমিক ৫৮ শতাংশ, বিডি অটোস ১৭ দশমিক শূন্য ৮ শতাংশ, আমরা নেটওয়ার্কস ১৫ কোটি ৮৭ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ১৫ দশমিক ৬৯ শতাংশ, রহিম টেক্সটাইল ১৪ দশমিক ৪৫ শতাংশ, এপেক্স ফুটওয়্যার ১৪ দশমিক ৪১ শতাংশ, সোঁনালি আঁশ ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ১২ দশমিক ৫০ শতাংশ এবং বাঙলাদেশ ল্যাম্পস ১২ দশমিক শূন্য ৭ শতাংশের শেয়ার দর বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...