ডিসেম্বর ২৩, ২০২৪

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির আসন্ন বাগদাদ সফরে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি সই হবে। ইরাক সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, মূলত ওই চুক্তি সই করতেই আলী শামখানি বাগদাদ সফরে যাচ্ছেন। বিষয়টি নিয়ে কথা বলতে তিনি এ সফরে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আ’রাজি ও ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারেজানির সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্রটি বলেছে, রোববার এ সফর অনুষ্ঠিত হবে এবং এ সফরে আলী শামখানি ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রাশিদ, প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া’ আস-সুদানি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ আল হালবুসির সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করবেন।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি দুই সপ্তাহ আগে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের চুক্তি সই করতে বেইজিং সফরে গিয়েছিলেন। এরপর তিনি গত বৃহস্পতিবার একদিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যান। ওই সফরে আবু ধাবির সঙ্গে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে একাধিক চুক্তি সই হয়েছে। ওই দুই সফরের পর শামখানির বাগদাদ সফর অনুষ্ঠিত হচ্ছে। পার্সটুডে

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...