ডিসেম্বর ২৩, ২০২৪

ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া ১৬৯ প্রতিষ্ঠানের ওপর আবারও ফ্লোর প্রাইস আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ মার্চ) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের এ বিষয়ে জানানো হয়েছে। এ আদেশ বৃহস্পতিবার (২ মার্চ) থেকে কার্যকর হবে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, গত ২১ ডিসেম্বর তুলে দেওয়া ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস আবারও আরোপ করা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...