নভেম্বর ১৭, ২০২৪

বাংলাদেশ আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ থেকে ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের প্রথম কিস্তি পেয়েছে। এ কিস্তির পরিমাণ ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

গত ৩০ জানুয়ারি সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠিত বৈঠকে আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করা হয়। ঋণ অনুমোদনের তিন দিনের মাথায় সংস্থাটি প্রথম কিস্তির অর্থ ছাড় করেছে।

ঋণের বাকি অর্থ পাওয়া যাবে তিন বছরে অর্থাৎ ছয়টি সমান কিস্তিতে ৩৬ মাসে। দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে এ বছরের ডিসেম্বরে আর শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। এসব কিস্তির পরিমাণ ৭০ কোটি ৪০ লাখ ডলার করে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, প্রথম কিস্তির অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যোগ হয়েছে। তাতে রিজার্ভও বেড়েছে। গতকাল বুধবার দিন শেষে রিজার্ভ ছিল ৩ হাজার ২১৯ কোটি ডলার। আজ বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ২৬৯ কোটি ডলারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...