নভেম্বর ২১, ২০২৪

পুরানো বন্ধু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ছাত্র-জনতার অভ্যুত্থানের গল্প শোনালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ শুক্রবার দুপুর ২টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানান ড. ইউনূস। বিমানবন্দরেই পুরানো বন্ধুকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, তিনি অত্যন্ত আনন্দিত।

এ সময় ছাত্র জনতার গণ আন্দোলন সম্বন্ধে আনোয়ার ইব্রাহিমকে অবগত করেন ড. ইউনূস। তুলে ধরেন ছাত্র ও জনতার ত্যাগের কথা। এছাড়াও ক্ষমতাচ্যুত সরকারের অপশাসনের কথাও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন। এছাড়াও আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একই গাড়িতে বিভিন্ন স্থানে যাওয়ার কথাও স্মরণ করেন।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম ঢাকা সফর। আর প্রায় ১১ বছর পর ঢাকায় এলেন মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...