জানুয়ারি ৩, ২০২৫

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর নামে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর সময়ের মধ্যে লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেয়ায় হেনরী ও তার স্বামী লাবুর শর্টগান দুটির লাইসেন্স বাতিল হয়ে যায়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবি।

অপরদিকে, রোববার সদর উপজেলার ফুলকোচায় নির্মাণাধীন মসজিদের সিঁড়ির নিচ প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে দুটি অত্যাধুনিক শটগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে সদর থানা পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র ম্যাগজিন ও গুলিগুলো সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বলে যাচাই বাছাই করে নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) হুমায়ুন কবির।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...