জানুয়ারি ২৩, ২০২৫

পুঁজিবাজারে টানা দর পতন অব্যহত রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমার নতুন সীমা বা সার্কিট ব্রেকার বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী কোম্পনিগুলোর শেয়ারের দর একদিনে কমতে পারবে সর্বোচ্চ ৩ শতাংশ। তবে সর্বোচ্চ দর আগের নির্দেশনায় বহাল আছে।

তবে ফ্লোরপ্রাইসে থাকা কোম্পানির ক্ষেত্রে এ সীমা প্রযোজ্য হবে না। বিনিয়োগকারীদের স্বার্থে এ ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বুধবার (২৪ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়েছে।

বিএসইসির এই নতুন নির্দেশনা আগামীকাল (২৫ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে এক্ষেত্রে ফ্লোর প্রাইসে থাকা ৬ কোম্পানি কার্যকর হবে না। আর দর বৃদ্ধির ক্ষেত্রে আগের নিয়ম বা সীমা বহাল থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...