জানুয়ারি ৫, ২০২৫

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে। জনগণ যদি সেখানে ভোট দেয় কে নির্বাচনে আসল আর আসল না সেটা বড় কথা না। জনগণ চায় নির্বাচন হোক। সেজন্য নির্বাচন ঘিরে জনগণের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ দেখা দিয়েছে। সে কারণে নির্বাচন সফল হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ ভবনে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, নির্বাচন ঘিরে জনগণের মাঝে উচ্ছ্বাস ও আনন্দ দেখা দিয়েছে। সে কারণে নির্বাচন সফল হবে।

আশাবাদ ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, আমি গত ১০ বছর ধরে কসবা-আখাউড়ার মানুষের জন্য কল্যাণ করে গেছি এবং জনগণ আমার সাথে আছে।

এসময় তার সাথে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: রাশেদুল কাওসার ভূইয়া জীবন, পৌর মেয়র এম জি হাক্কানি প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কসবা শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশগ্রহণ করেন। এতে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...