ডিসেম্বর ২৭, ২০২৪

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটে দল। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে ঢাকায় পৌঁছেছেন লিটন-তাসকিনরা। আজ রোববার সকাল ১০টার পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে ক্রিকেটারদের বহনকারী বিমান।

সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে গত ২৭ সেপ্টেম্বর ভারতের বিমান ধরে সাকিব-মুশফিকরা। তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ দল।

শেষ দিকে লঙ্কানদের হারিয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রেখে দেশে ফিরলো টাইগাররা।

ভারত থেকে সরাসরি আফ্রিকার বিমান ধরেছে পেইস বোলিং কোচের দায়িত্ব ছাড়া অ্যালান ডোনাল্ড।

২০০০ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টেই ৩টি করে ম্যাচে জিতেছিল।

এদিকে খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছে না জাতীয় দলের খেলোয়াড়রা। ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সিরিজ খেলবে তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...