ডিসেম্বর ২৭, ২০২৪

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি পুড়ে গেলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগারগাঁও সিগন্যালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। চালক ও সহকারী ছাড়া তখন বাসে আর কেউ ছিলেন না। বাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হতো।

জানা গেছে, বাসটিতে প্রথমে ইঞ্জিনের কাছ থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় ভেতরে থাকা লোকজন দ্রুত নেমে আসেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...