জানুয়ারি ২, ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরের জালান আমপাং এলাকায় নতুন এ সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়।

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

নতুন কার্যালয় উদ্বোধনের সময় ডেপুটি হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর , মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম , প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল, দূতালয় প্রধান ও কাউন্সেলর ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য , কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) রাসেল রানা, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মো. কিয়ামুদ্দিন প্রথম সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও সুমন চন্দ্র দাস, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনসহ হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীদেরা উপস্থিত ছিলেন। খবর বাসস।

পাসপোর্ট সেবা কেন্দ্রের নতুন ঠিকানা হলো – ৩০ জালান আমপাং, কুয়ালালামপুর সিটি সেন্টার, ৫০২৫০ কুয়ালালামপুর, মালেয়শিয়া। শনি ও রোববার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাসপোর্ট সেবা কেন্দ্রের সেবা কার্যক্রম চালু থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...