ডিসেম্বর ২৮, ২০২৪

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে এয়ারপোর্টে পৌঁছেছে দল। তবে অসুস্থ থাকায় আজ দলের সাথে যাচ্ছেন না ওপেনার লিটন দাস।

আজ রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে সাকিব আল হাসানদের।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস জানান, ‘লিটনের জ্বর এসেছে। তবে ডেঙ্গু পরীক্ষা করে দেখা গেছে ডেঙ্গু নেগেটিভ। সে সুস্থ হলে কাল রওয়ানা হবে। আর যদি তার অসুস্থতা না কমে তাহলে বিকল্প নিয়ে ভাবব আমরা।’

পাকিস্তানের মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নেপাল। এর পরদিন (৩১ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে নামবে বাংলাদেশ। সবার আগেই টাইগারদের এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ লড়বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রথম রাউন্ডে সাকিবদের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। ৩ সেপ্টেম্বরের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...