জানুয়ারি ২৪, ২০২৫

ঘন কুয়াশার কারণে ৯ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আর দীর্ঘ সময় এই নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ থাকায় ঘাটে অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে পার করা হচ্ছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে এই নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।

এর আগে, নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১.৩০টার দিকে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সে সময় কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকে যায় ৪ টি ফেরি।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১.৩০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে চারটি ফেরি। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় পুনরায় ফেরি সার্ভিস চালু হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...