ডিসেম্বর ২৪, ২০২৪

চলতি বছর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের ৫১ শতাংশই হয়েছে মাত্র ৬ শতাংশ কোম্পানির শেয়ারে। বছরের প্রথম কার্যদিবস ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে প্রায় ৮১ হাজার ৭৫৫ কোটি টাকা। যার মাঝে ৬ শতাংশ বা ২৫ কোম্পানির শেয়ারেই লেনদেন হয়েছে ৪১ হাজার ৪২৫ কোটি টাকা।

তথ্যসূত্র রয়্যাল ক্যাপিটাল।

ডিএসইতে মোট তালিকাভুক্ত কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা ৩৯২ টি। কোম্পানিগুলোর মাঝে ২৫ টি বা ৬ শতাংশ কোম্পানির শেয়ারেই হয়েছে এ বছরের মোট লেনদেনের ৫১ শতাংশ লেনদেন।

কোম্পানিগুলোর মাঝে সবথেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) শেয়ারে। এর পরিমাণ ৩ হাজার ২১৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৯৩ শতাংশ।

দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ১ জানুয়ারি হতে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২১২ কোটি টাকা।

তৃতীয় অবস্থানে রয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৮৫৪ কোটি টাকা।

এছাড়াও ইস্টার্ন হোল্ডিংসের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৪১০ কোটি টাকা, জেমিনি সি ফুডের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ১৫৫ কোটি টাকা, আমরা নেটওয়ার্কসের শেয়ারে লেনদেন হয়েছে ২ হাজার ৭২ কোটি টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ হাজার ৩৭ কোটি, রূপালী লাইফের ১ হাজার ৯২৪ কোটি টাকা, ইউনিক হোটেলের শেয়ারে ১ হাজার ৭৬৮ কোটি টাকা, মেঘনা লাইফের ১ হাজার ৭০৭ কোটি টাকা, বসুন্ধরা পেপার মিলসের ১ হাজার ৬৯৮ কোটি টাকা, ওরিয়ন ইনফিউশনের ১ হাজার ৫০৫, নাভানা ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ১ হাজার ৪৭৬ কোটি টাকা, এডিএন টেলিকমের ১ হাজার ৪৭৬, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১ হাজার ৪৬১ কোটি টাকা, আরডি ফুডের ১ হাজার ২০৯ কোটি টাকা, ফু-ওয়াং ফুডের ১ হাজার ১৯৮ কোটি টাকা, লাফার্জ হোলসিমের ১ হাজার ১৩৩ কোটি টাকা, জেএমআই হসপিটালের ১ হাজার ৮৮ কোটি টাকা, শাইনপুকুর সিরামিকসের ১ হাজার ৩৮ কোটি টাকা, আইটি কনসালটেন্টসের ১ হাজার ২৭ কোটি টাকা, ওরিয়ন ফার্মা ৯৮৯ কোটি টাকা, ডেল্টা লাইফ ৯৪৫, এপেক্স ফুটওয়্যারের ৯৩০ কোটি টাকা এবং বিডিকম অনলাইনের শেয়ারে মোট ৮৮৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...