ডিসেম্বর ২২, ২০২৪

পাসওয়ার্ড ভাগাভাগি বন্ধের নিয়ম চালু করায় এ বছর ৬০ লাখ নতুন সাবস্ক্রাইবার পেলো নেটফ্লিক্স৷

২০২৩ সালে নেটফ্লিক্স কর্তৃপক্ষ জানায় যে, তাদের সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় ৬০ লাখ! পাসওয়ার্ড অন্য কারো সাথে ভাগ করে নেবার ক্ষেত্রেকড়াকড়ি বাড়িয়েই এমন ফলাফল৷

নেটফ্লিক্স জানায়, এখন তাদের সদস্য সংখ্যা প্রায় ২৪ কোটি৷ এর আগে ১০ কোটি বাসায় পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স ব্যবহার করতেন অনেকে৷

নাভালিয়ের অ্যান্ড অ্যাসোসিয়েটস সংস্থার প্রধান বিনিয়োগকর্তা লুইস নাভালিয়ের বলেন, ‘আমি এই ফলাফল দেখে উচ্ছ্বসিত ছিলাম৷ আমার মতে, ধারণার চেয়েও বেশি নতুন সদস্য আনতে পেরেছে নেটফ্লিক্স৷’

প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানিতে পরীক্ষা করে নেটফ্লিক্স৷ এই একই পরিকল্পনা এখন গোটা বিশ্বে ব্যবহার করার ইচ্ছে তাদের৷ ২০২০ সালে অতিমারির পর থেকে বাড়ে বাসা থেকে কাজ করার ঝোঁক৷ বাড়তে থাকে মানুষের নেটফ্লিক্সে কিছু দেখার আগ্রহও৷ ফলে লোকসান হতে থাকে তাদের৷

এই সমস্যা ঠেকাতে পাসওয়ার্ডহীন, বিজ্ঞাপনসহ সাবস্ক্রিপশন চালু করে তারা, যা আরো সস্তাও৷ প্রথমে মানুষ এই পদক্ষেপকে সন্দেহের চোখে দেখলেও পরে তারা নেটফ্লিক্সের পূর্ণ সাবস্ক্রিপশন নিতে শুরু করে৷ বছরের দ্বিতীয়ার্ধ্বে আয় বাড়ে প্রায় তিন শতাংশ৷

নেটফ্লিক্সের এই আপাত সাফল্য শেয়ারবাজারে সুফল আনতে পারেনি৷ শেয়ারের দাম পড়ে যায় আট শতাংশ৷ তার সাথে রয়েছে চলমান শিল্পী, চলচ্চিত্র কলাকুশলীদের ধর্মঘটের বিষয়টিও৷

নেটফ্লিক্সের প্রধান (যুগ্ম) টেড সারানডস বলেন, ‘আমরা এই ব্যবসার সাথে জড়িত সবার সাথে নিয়মিত আলোচনা চালাচ্ছি৷ এই ধর্মঘটেরও ইতি দরকার, যাতে আমরা সবাই এগোতে পারি৷’ সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, ডিপিএ

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...