ডিসেম্বর ২২, ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। দেশটির দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় শনিবার (২ নভেম্বর) দিনভর প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। একই দিন নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প উত্তর ক্যারোলাইনার একটি জনসভায় প্রায় ৯০ মিনিট ভাষণ দিয়েছেন।

সেখানে সমর্থকদের কাছে আত্মবিশ্বাসের বার্তা দিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি হয়তো অনেকবার জিতেছেন। এবারও জিতবেন নিশ্চয়ই। তারপরও সাবধান থাকা ভালো। যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।’

ট্রাম্প আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন অধিকৃত দেশ কিন্তু শিগগিরই তা আর থাকবে না। ৫ নভেম্বর নির্বাচন হবে আমেরিকার মুক্তির দিন। আমেরিকা মুক্তি পেতে যাচ্ছে।’

নির্বাচনী প্রচারের শেষ দুই দিনে ৭টি সমাবেশ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় সমর্থকদের উদ্দেশে বলেন, রোববার ও সোমবার সাতটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি কঠোর পরিশ্রম করছি। কারণ আমাদের জিততে হবে।

ট্রাম্পের প্রচার শিবিরের কর্মসূচি থেকে জানা গেছে, ট্রাম্প রোববার পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় সমাবেশ করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...