ডিসেম্বর ২২, ২০২৪

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং পাহাড়ে কাজে গিয়ে অপহৃত হওয়া ১০ কিশোর ও যুবককে চার লাখ টাকা মুক্তিপণ পেয়ে রাতে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। তারা বাড়িতে ফিরে এসেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

বুধবার (২৭ মার্চ) দিবারাত ১২টার দিকে উনছিপ্রাং ২২নং ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকায় তারা ছাড়া পান।

ফেরত অপহৃতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া এলাকার বেলালের দুই ছেলে জুনাইদ (১২) ও মোহাম্মদ নুর (১০), একই এলাকার লেদুর ছেলে শাকিল (১৫), শহর আলীর ছেলে ফরিদ আলম (৩৫), নুরুল ইসলামের ছেলে আকতার (২৫), নাজির হোসেনের ছেলে ইসমাইল প্রকাশ সোনায়া (২৪), হোয়াইক্যং রৈক্ষ্যং এলাকার আলী আকবরের ছেলে ছৈয়দ হোছাইন বাবুল (২৬) ও কালা মিয়ার ছেলে ফজল কাদের (৪০)।

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, হোয়াইক্যং রৈক্ষ্যং পাহাড়ে বুধবার সকালে কাজে গিয়ে অপহৃত হওয়া ১০ কিশোর ও যুবককে চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে রাতে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। রাত ১২টার দিকে উনছিপ্রাং ২২নং ক্যাম্পের পাশে পাহাড়ি এলাকায় তারা ছাড়া পান। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

অপহৃত জুনাইদের বাবা বেলাল বলেন, সন্ত্রাসীদের টাকা দেওয়ার পর আমার ছেলেদের ছেড়ে দেয়। তবে কেউ সহযোগিতা করেনি। উদ্ধার হাওয়ার পর পুলিশ আসে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী বলেন, অপহৃত হওয়া ১০ কিশোর ও যুবক উদ্ধার হয়েছে। তারা সুস্থ আছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...