জানুয়ারি ২৩, ২০২৫

পদ্মা নদীতে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মধ্যরাত থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। ঘাট এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা পারাপারের জন্য অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে।

এ তথ্য নি‌শ্চিত ক‌রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম খা‌লেদ নেওয়াজ জানান, রাতে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। তাই দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে পদ্মা নদীতে দুটি ফেরি নোঙ্গর করে। কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...