নভেম্বর ১৩, ২০২৪

টাঙ্গাইলের বাসাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হ‌ওয়ার ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ওই ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে ছে‌ড়ে যাওয়ার পর জেলার বাসাইল উপ‌জেলার সোনালিয়া এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বি‌চ্ছিন্ন হয়ে যায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ।

বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়া‌রি) সকাল সাড়ে ৭টায় বাসাইলের সোনালিয়া এলাকায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনার ৪ ঘণ্টা পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করে বিকল ইঞ্জিনটি ঘারিন্দা নিয়ে যায়। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনের চালক মামুনুর রশীদ বলেন, ইঞ্জিনসহ ট্রেনটি টাঙ্গাইল স্টেশনে নেওয়া হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর উদ্বার করা হয়েছে। এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...