ডিসেম্বর ৩১, ২০২৪

সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি, সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজার সংশ্লিষ্ট তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১৯ কোটি টাকার বেশি জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩২তম কমিশন সভায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকায় পুঁজিবাজারে মধ্যস্থতাকারী ব্রোকারেজ প্রতিষ্ঠান মর্ডাণ সিকিউরিটিজকে ১ লাখ এবং আনোয়ার সিকিউরিটিজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টর শেয়ার লেনদেনে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

একইসঙ্গে ২০২১ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের বিধি অনুযায়ী প্রভিশন না করায় বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টর কোম্পানি সচিব, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে সর্তক করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এদিকে শেয়ার বিক্রিতে আইন ভঙ্গের দায়ে আলমগীর কবিরকে ১২ কোটি টাকা, তুষার এলকে মিয়াকে আড়াই কোটি টাকা এবং অধ্যাপক সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...