জানুয়ারি ২০, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগে পৃথক তিন মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, কনস্টেবল আকরাম হোসেন এবং হোসেন আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ সোমবার চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম। এঘটনায় করা হত্যা মামলার আসামি পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ। গাজীপুরের কোনাবাড়ীতে ৫ আগস্ট কলেজ ছাত্র মো. হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম। অপর আসামি কনস্টেবল হোসেন আলীর বিরুদ্ধে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার আন্দোলন দমনে পরিচালিত হত্যাকাণ্ডে অংশগ্রহণের অভিযোগ রয়েছে।

এদিন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার নিয়ে করা আপিলেরও শুনানি হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...