ডিসেম্বর ২৭, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারে বিক্রেতার অভাবে হল্টেড হয়েছে । বৃহস্পতিবার (৪ নভেম্বর ) বেলা ১১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা পাওয়া যাচ্ছিল না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : নাভানা ফার্মা, আইটি কনসালটেন্টস এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স।

জানা গেছে, নাভানা ফার্মার শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৯৯.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১০২ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৯.৬০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

আইটি কনসালটেন্টসের শেয়ারের ক্লোজিং দর বুধবার ছিল ৩৫.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ১৪.৬০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫৮ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...