নভেম্বর ২৩, ২০২৪

দারুণ শুরুর পর দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারিয়েছিল ভারত। গিলের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে ম্যাক্সওয়েলের বলে দুর্দান্ত এক ক্যাচে ভারত অধিনায়ককে প্যাভিলিয়নে ফেরান হেড। রোহিতের পর উইকেটে আসেন শ্রেয়াস আইয়ার।

আজ রোববার (১৯ নভেম্বর) বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া।

ব্যাট করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হয় ভারতের ব্যাটাররা। তবে পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারিয়েছে ভারত।

তবে দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৭ বলে ৪ রান করে আউট হন শুভমান গিল। গিলের বিদায়ের পর ক্রিজে আসেন বিরাট কোহলি। রোহিতের সঙ্গে কোহলিও চড়াও হন অজি বোলারদের ওপর।

তবে দলীয় ৭৬ রানে ফের উইকেট হারায় ভারত। ৩১ বলে ৪৭ রানের মারমুখি ইনিংস খেলে আউট হন রোহিত। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ৮০ রান সংগ্রহ করলেও শ্রেয়াস আইয়ারকে হারিয়েছে ভারত। কামিন্সের বলে উইকেট রক্ষকের হাতে ধরা পড়েন আইয়ার।

কোহলির সঙ্গে যোগ দিয়েছেন রাহুল। এ পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৮৭। কোহলি (২৬) আর রাহুল (৪) ব্যাট করছেন।

ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...