জানুয়ারি ২৩, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩৩৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একযোগে বদলির আদেশ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অতিরিক্ত আইজি প্রশাসন কামরুল আহসানের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দেশের মোট ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে পুলিশ পরিদর্শকদের বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বুধবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রথম পর্যায়ে ৩৩৮ থানার ওসি বদলির প্রস্তাব পাঠিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরদিন বৃহস্পতিবার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাবে অনুমোদন দেয় ইসি। তারপর একইদিন এসব পুলিশ কর্তাদের বদলির আদেশ জারি করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিনদিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৩৪টি থানা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...