জানুয়ারি ৫, ২০২৫

আগামী ২৮ অক্টোবর ঢাকার রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। আজ রোববার (২২ অক্টোবর) সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির কর্মসূচি নিয়ে আমরা কখনই চাপ অনুভব করিনি। আমরা রাজপথের দল রাজপথে আছি, রাজপথে থাকব। ২৮ অক্টোবরও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে, ইনশাআল্লাহ।

মির্জা ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘ফখরুল আসলে কি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন? কারণ, কয়েক মাস আগে তিনি ‘পাকিস্তানই ভালো ছিল’ বলেছিলেন। তার বাবা পাকিস্তান সমর্থক একজন মানুষ ছিলেন, এটি দিবালোকের মতো সত্য।’

তথ্যমন্ত্রী বলেন, সব সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। বাংলাদেশকে নিয়ে যখন সবাই প্রশংসা করে, উনি (ফখরুল) তখন হতাশ। কারণ, উনি পাকিস্তানের স্বপ্ন দেখেন।

হাছান মাহমুদ বলেন, যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন না দেখে পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছিল, সেসব লোকের সন্নিবেশ ঘটিয়ে বিএনপি গঠিত হয়েছিল। দেশের চেতনার বেদীমূলে আঘাত করেছিল জিয়াউর রহমান এবং বিএনপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যে জিয়াউর রহমান যুক্ত ছিলেন সেটি খুনিরাই বলে গিয়েছিল। খুনি এবং সাক্ষীরা সবাই জিয়াউর রহমানের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।

বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি যদি বলে থাকে বঙ্গবন্ধুর বায়োপিকে জিয়াউর রহমানকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সেটা সঠিক, কারণ উনি যে পরিমাণ বঙ্গবন্ধুর খুনের সঙ্গে যুক্ত ছিলেন, ছবিতে সেটা পুরো আসেনি। আমি যদি পরিচালক হতাম তবে আরও একটু বেশি করে দেখাতাম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...