নভেম্বর ২৩, ২০২৪

৮ নভেম্বর বুধবার সকাল ৬ থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত ১৩টি গাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাতীবাজার, কাকলি, মিরপুর, ধানমন্ডি) ৫টি, ঢাকা বিভাগে (গাজীপুর) ৩টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) ১টি, রাজশাহী বিভাগ (শিবগঞ্জ, বগুড়া) ১টি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) ২টি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাক পুড়ে যায়।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশ ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এ সময়ে রাজধানীতে ৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, রাজধানীতের হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি; ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি ও নোয়াখালীতে একটি, রাজশাহী বিভাগের বগুড়ার শিবগঞ্জ একটি, বরিশাল বিভাগের বরগুনার গৌরনদীতে দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উল্লেখ্য, দেশে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিন চলছে আজ। স্বল্প সংখ্যক বাস আর অটোরিকশার পাশাপাশি কিছু কিছু প্রাইভেটকার চলছে সড়কে। অনেকটাই ফাঁকা রাজধানীর রাস্তাঘাট। যানবাহন কম থাকায় অফিসগামীদের পড়তে হচ্ছে খানিকটা ভোগান্তিতে। প্রয়োজনীয় যাত্রী না থাকায় গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়নি। কমলাপুর থেকে স্বাভাবিকভাবেই চলছে ট্রেন, তবে অবরোধের কারণে যাত্রী সংখ্যা কিছুটা কম। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন। সড়ক, রেল ও নৌপথে ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে কাল শুক্রবার ভোর ছয়টায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...