ডিসেম্বর ২৮, ২০২৪

রেকর্ড ডেটের কারেণ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত ২৭ কোম্পানি আগামীকাল রোববার ১৯ নভেম্বর থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে।

কোম্পানিগুলো হচ্ছে, বিকন ফার্মা, ফারইস্ট নিটিং এন্ড ডাইং, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, এম.এল ডাইং, ইনডেক্স আগ্রো, বিচ হ্যাচারি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এসিআই, এসিআই ফরমুলেশন, আজিজ পাইপস, বিডিকম অনলাইন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জেমিনি সি ফুড, জি কিউ বলপেন, এমজেএল বাংলাদেশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ভিএফএস থ্রেড ডাইং, দেশ গার্মেন্টস, ডেফোডিল কম্পিউটারস, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ বৃহস্পিতবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলোর লেনদেন স্পট এবং ব্লক মার্কেটে শুরু করেছিল; যা গতকাল শেষ হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...