ডিসেম্বর ২৩, ২০২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার (০১ ফেব্রুয়ারি) চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২২) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে অর্ধেকের ব্যবসায় পতন হয়েছে। এরমধ্যে ৩৫ শতাংশ কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন আর্থিক হিসাব প্রকাশ করা ২৬টি কোম্পানির মধ্যে ১২টির বা ৪৬.১৫ শতাংশ কোম্পানির প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে (এরমধ্যে ১টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে)। এছাড়া ১৩টি বা ৫০ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে (এরমধ্যে ৯টি মুনাফা থেকে লোকসানে নেমেছে) এবং বাকি ১টি ৩.৮৫ শতাংশ কোম্পানির লোকসান কমেছে।

ওই ২৬টি কোম্পানির মধ্যে ১০টি বা ৩৮.৪৬ শতাংশ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে লোকসান হয়েছে।

নিম্নে কোম্পানিগুলোর প্রথমার্ধের শেয়ারপ্রতি মুনাফা/লোকসানের তথ্য প্রকাশ করা হল-

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...