জানুয়ারি ১১, ২০২৫

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ১৪ দল। আগামী ২৩ মে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আসন বণ্টন নিয়ে জোটের নেতাদের নানান ক্ষোভ ছিল। এ নিয়ে গত ডিসেম্বরে গণভবনে জোট নেতাদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ নেতারা আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠকে বসেন। পরে ১৪ দলীয় জোটের ৩ দলকে ৬ আসনে ছাড় দেয় আওয়ামী লীগ। এর মধ্যে চারটিতেই পরাজিত হয় জোট নেতারা। এর মধ্যে বিজয়ী হয়েছিলেন শুধু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন। জাসদের সভাপতি হাসানুল হক ইনুও পরাজিত হন।

নির্বাচনের ফলাফল নিয়ে জোটের নেতাদের মধ্যে চাপা ক্ষোভ তাঁদের বক্তব্যে বিভিন্ন সময় উঠে এসেছিল। পরে এ নিয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু জোটের শীর্ষ একাধিক নেতা চীন সফরে যাওয়ায় সেটি হয়নি। যা আগামী ২৩ মে অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়ে হাসানুল হক ইনু বলেন, ‘দীর্ঘদিন পর, নতুন সরকার গঠনের পর প্রথম বৈঠক হচ্ছে ১৪ দলের। এতে জোট নেত্রী ১৪ দল সম্পর্কে কী বলেন, কী প্রস্তাব দেন, সেটা আগে আমরা শুনবো। তারপর দলগতভাবে এ নিয়ে আলাপ-আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বর্তমান অবস্থায় ১৪ দলের প্রয়োজন আদৌ আছে কিনা, থাকলে জোটের ভবিষ্যৎ কী হবে সেসব নিয়ে আলোচনা হতে পারে। দীর্ঘদিন পরে বৈঠক হচ্ছে, অনেক বিষয় নিয়েই আলোচনা হতে পারে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...