জানুয়ারি ৫, ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, গত ২০ থেকে ৩০ বছর ধরে পুঁজিবাজারকে পিছিয়ে রাখা হয়েছিল। তবে বর্তমানে বাজার এগিয়ে যাচ্ছে। বাজারের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাড়ানো ও মিউচুয়াল ফান্ডের উন্নয়নে কাজ করতে হবে। এ ধরণের বিনিয়োগ বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (ডিএসই) রিং দ্যা বেল অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লেনদেন শুরু হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, গ্রামীণ ব্যাংক ইতিমধ্যে ব্যাংক খাতে বিশেষ অবদান রেখেছে। এই প্রথম তারা মিউচুয়াল ফান্ডে শত কোটি টাকার বিনিয়োগ করেছে। আশা করছি তারা এধরনের ফান্ডে আরও বেশি বিনিয়োগ করবে। অর্থনীতির আকার এখন অনেক বড় হচ্ছে। নির্বাচন পরবর্তী সময়ে আরও অবস্থানে যাবে। রিটেইলারদের মিউচুয়াল ফান্ডে আগ্রহ বাড়ানোর জন্য কাজ করতে হবে। এতে মার্কেট অনেক লাভবান হবে।

বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান বলেন, আমরা গত সাড়ে তিন বছরে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছি। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের আকার ১৫৬ কোটি টাকা। এই ফান্ডে স্বচ্ছতার জায়গা নিশ্চিত করেছি। আমাদের মূল উদ্দেশ্য বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। দিনশেষে বিনিয়োগকারী লাভের হিসাব করবে।

ডিএসইর এমডি এটিএম তারিকুজ্জামান বলেন, ক্যাপিটেকের আরও তিনটি ফান্ড রয়েছে। এতেই বোঝা যাচ্ছে তারা অনেক প্রফেশনাল। আশা করছি এই ফান্ডটিও তারা অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারবে।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান হাসান রহমান বলেন, আমরা চেষ্টা করছি ভালো লভ্যাংশ দেওয়ার। বর্তমান কমিশন মিউচুয়াল ফান্ডে কর্পোরেট সুশাসন নিশ্চিত করেছে। এই ফান্ডেও আমরা কমপ্লায়েন্স নিশ্চিত করার চেষ্টা করবো।

ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-২০২৩ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মাধ্যমে সেরা অ্যাসেট ম্যানেজার নির্বাচিত হয়েছে। কোম্পানিটি ২০২২ সালের অসাধারণ পারফরম্যান্সের জন্য “স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার” এ প্রথম স্থান অর্জন করেছে। সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড। মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডটির লেনদেন আজ (১৭ অক্টোবর) শুরু হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ম. মাহফুজুর রহমান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশর (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...