নভেম্বর ২৮, ২০২৪

পঞ্চগড়ে নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড় চিনিকল মাঠে হতে যাওয়া এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সভা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

আমিরুল ইসলাম জানান, দলের মনোনীত পঞ্চগড়-১ আসনের প্রার্থী নাঈমুজ্জামান মুক্তা ও পঞ্চগড়-২ আসনের প্রার্থী রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন যৌথভাবে এই জনসভার আয়োজন করছেন। জনসভায় দুই আসনের বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আমিরুল ইসলাম বলেন, ‘আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটারের ব্যাপক উৎসাহ রয়েছে নির্বাচনকে ঘিরে। আমরা সাধারণ মানুষের সাড়া পাচ্ছি। এছাড়া, নেতাকর্মীরা আমাদের জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত ‌‘নৌকা’ প্রতীকের প্রার্থী ছাড়া স্বতন্ত্র কারো নির্বাচন তারা করবেন না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর এই জনসভা আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনে জয়ী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

এদিকে, আওয়ামী লীগ সভাপতির জনসভা ঘিরে উৎসবের আমেজ দলীয় নেতাকর্মীদের মধ্যে। জনসভার খবরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা শহরে আনন্দ মিছিল বের করেন আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আজ (বুধবার) বিকেলে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...