ডিসেম্বর ২৩, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৬ কোম্পানির সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- স্ট্যান্ডার্ড ব্যাংক, আইএফআইসি, সাউর্থ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনসিসি ব্যাংক, নদার্ন ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, এবি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, ঢাকা ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

এর মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকে আগামী ৩০ এপ্রিল দুপুর ২ টা ৪৫ মিনিটে, আইএফআইসির আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা ৭টায়, সাউর্থ ইস্ট ব্যাংকের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের আগামী ২৬ এপ্রিল বিকেল ৩টায়, রুপালী ব্যাংকের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, ইসলামী ব্যাংকের আগামী ২৭ এপ্রিল বিকেল ৩টা, রিপাবলিক ইন্স্যুরেন্সের আগামী ২৭ এপ্রিল বিকেল ৩টায়, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের আগামী ৩০ এপ্রিল দুপুর ২ টা ৪৫ মিনিটে, এনসিসি ব্যাংকের আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায়, নদার্ন ইন্স্যুরেন্সের আগামী ২৯ এপ্রিল দুপুর ১টায়, ওয়ান ব্যাংকের আগামী ২৭ এপ্রিল বিকেল ৩টায়, এবি ব্যাংকের আগামী ২৯ এপ্রিল দুপুর ১১টায়, সোশ্যাল ইসলামী ব্যাংকের আগামী ২৬ এপ্রিল বিকেল ৩টায়, যমুনা ব্যাংক আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে, ঢাকা ব্যাংক আগামী ৩০ এপ্রিল বিকেল ৩টায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগামী ৩০ এপ্রিল বিকেল ৪টায় পর্ষদ সভা শুরু হবে।

সভায় কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর ২০২২ সাল সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে। ওইদিন কোম্পানির বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...