সেপ্টেম্বর ১৭, ২০২৪

আলু পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা সেটা মানছে না।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সারাদেশে এসব পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ১৩১টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৫০টি টিম কর্তৃক ৭৩টি বাজারে বাজারে অভিযান পরিচালনা করে।
এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৩টি টিম বাজার অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৪৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানকে সর্বমোট ৭ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *