ডিসেম্বর ২১, ২০২৪

আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতক হবে আইসিসির এই জনপ্রিয় টুর্নামেন্টটি।

অথচ বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টিতে বাজে নজির। গতকাল বুধবার জাপানের বিপক্ষে মাত্র ১২ রানেই অলআউট হয় মঙ্গোলিয়া। টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড।

গত বছরের ১২ ফেব্রুয়ারি কানাডার দ্বীপাঞ্চলীয় আইল অফ ম্যান স্পেনের বিপক্ষে ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়।

জাপান প্ৰথমে ব্যাট করে ২১৮ রান তুলেছিল। তবে ব্যাট করতে নেমে শোচনীয় ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে মঙ্গোলিয়া। জাপানের দুরন্ত বোলিংয়ের সামনে তাদের ইনিংস স্থায়ী হয় মাত্র ৮.২ ওভার।

মঙ্গোলিয়ার কোনো ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সর্বোচ্চ ৪ রান করেন তুর সুমাইয়ার। ইনিংসে সব থেকে বেশি বল ফেস করতে পেরেছেন নমস্রাই বাট ইয়ালাল্ট (১২ বল)।

জাপানের হয়ে সফলতম বাঁ-হাতি পেসার কাজুমা কাতো স্ট্যাফোর্ড। মাত্র ৩.২ ওভারে ৭ রানের বিনিমিয়ে দখল করেন ৫ উইকেট। আব্দুল সামাদ (২/৪) এবং মাকোতো তানিয়ামা (২/০) দুটো করে উইকেট দখল করেছেন।

এ নিয়ে মঙ্গোলিয়া তাদের পঞ্চম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...