ডিসেম্বর ২২, ২০২৪

সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন সংশ্লিষ্ট এলাকায় আগামী ১২ জুন তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে। এ ছাড়া একই দিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার পৌরসভা এলাকায় ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, সোমবার বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন। একই দিনে দুটি পৌরসভা (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন হবে। উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ সোমবার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...