ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে দশ লাখ টাকা পেয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান এবং টেস্টে পাঁচ হাজার রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান করায় এই পুরস্কার মিলেছে মুশফিকের।

দেশের ক্রিকেটে এই ধরনের সম্মাননা আগে কেউই পাননি। বিভিন্ন সময় নানান অর্জনের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেয়া হলেও অর্থ পুরস্কার কখনোই দেয়া হয়নি।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। সুদীর্ঘ ১৮ বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছে ৮৬টি। এই ফরম্যাটে ৩৮.২৯ গড়ে পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন মুশফিক। ২৬টি হাফ সেঞ্চুরির পাশাপাশি দশটি সেঞ্চুরিও করেছেন তিনি। দেশের হয়ে এখন পর্যন্ত ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

এ ছাড়া নয়টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ সেঞ্চুরি আছে তার। ৩৭.২৩ গড়ে তিনি করেছেন সাত হাজার ১৮৭ রান। অবসর নেয়ার আগ পর্যন্ত লাল-সবুজের পোশাকে ১০২টি টি-টোয়েন্টিও খেলেছেন মুশফিক। এই ফরম্যাটে ছয়টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। ১১৫.০৩ স্ট্রাইক রেট এবং ১৯.৪৮ গড়ে এক হাজার ৫০০ রান করেছেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...