নভেম্বর ১৩, ২০২৪

দেশের ব্যাংক খাত গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন।

রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং এখন করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এবিবি চেয়ারম্যান বলেন, র্তমান সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে ব্যাংকিং খাতের ওপর জোর দেওয়া। অন্তর্বর্তী সরকারের উচিত কেন্দ্রীয় ব্যাংককে পুনরুজ্জীবিত করা । ইতিমধ্যেই নতুন গভর্নর নিয়োগের মাধ্যমে এ কাজটি শুরু হয়েছে।

তিনি বলেন, আমাদের এখন বাক স্বাধীনতা আছে। গত ১৪-১৫ বছরে আমাদের তা ছিল না। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা করেছেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক শামস মাহমুদ দুর্নীতিবাজ ব্যাংক পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকের পরিচালকদের অ্যাকাউন্ট জব্দ করা উচিত। পাশাপাশি তাদের দেশ ছেড়ে যেতে দেওয়া উচিত নয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...