জানুয়ারি ২৩, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

রফিকুল ইসলাম মিয়ার একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির এ তথ্য জানিয়েছেন।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ সময় বিছানায় শয্যাশায়ী আছেন রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানাবিধ রোগে আক্রান্ত ৭৭ বছর বয়সী সাবেক এ মন্ত্রী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...