জুলাই ১, ২০২৪

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী-সন্তানরাও তার মতোই দুদকে হাজির হননি। এর আগে গতকাল বেনজীর আহমেদের উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি দুদকে হাজির হননি।

সোমবার (২৪ জুন) তাদের হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তারা না আসার কারণ জানিয়ে গত বৃহস্পতিবার (২০ জুন) দুদকে লিখিত বক্তব্য পাঠিয়েছেন বলে জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। যদিও রবিবার (২৩ জুন) সাংবাদিকদের সঙ্গে বেনজীরের বিষয়ে আলাপ করার সময় এ বিষয়ে কিছু বলেননি তিনি।

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী ও দুই মেয়ের ব্যক্তিগত শুনানির দিন ধার্য ছিল আজ। কিন্তু তারা আজ দুদকে হাজির হননি। তারিখ বাড়ানোর আবেদনও দেননি। তবে তারা গত বৃহস্পতিবার বেনজীর আহমেদের সঙ্গে একসঙ্গে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন। সেখানে তাদের অবস্থান বর্ণনা করেছেন।

তবে বেনজীর পরিবার লিখিত বক্তব্যে কী বলেছেন- সেই তথ্য জানাননি দুদক সচিব।

সচিব বলেন, দুদক আইন অনুযায়ী দুদকের অনুসন্ধান টিম কার্যক্রম পরিচালনা করছে। নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের প্রতিবেদন দাখিল করতে পারবে। তাদের সুপারিশের ভিত্তিতে কমিশনে পরবর্তী পদক্ষেপ নেবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *