সেপ্টেম্বর ১৮, ২০২৪

কোটা আন্দোলনে সহিংসতাকে কেন্দ্র করে হঠাৎই আলোচনায় এসেছেন আইনজীবী ও টিভি উপস্থাপন মানজুর আল মতিন(প্রিতম)। আদালতে আন্দোলনকারীদের পক্ষে থাকায় তাকে নিয়ে প্রশংসার বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষেই লোকজন বেশি। তবে এরই মধ্যে তার সম্পর্কে নতুন এক তথ্য আসলো। সামনে আসা তথ্য সঠিক না ভুল তা নিয়েও প্রশ্নের বন্যা বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অনেকে যেমন তাকে ‘বীর’ বলেও অভিনন্দিত করছেন আবার অনেকে বলছেন, ‘সে স্বাধীনতা স্বাধীনতা বিরোধী পরিবারের এডেন্ডা নিয়ে সামনে এসেছেন।’ কেউ কেউ তাকে বলছেন ‘তরুন প্রজম্মের সৈনিক’। কেউ কেউ তাকে ‘নতুন সরকারের অন্যতম কর্নধার’ হিসেবেও উল্লেখ করছেন।

এমন এক পরিস্থিতিতে দুলাল হোসাইন ফেসবুক পোস্টে তুলে ধরেছেন মানজুর আল মতিন(প্রিতম) পরিচয়। দুলাল হোসাইন লিখেছেন, ‘ মানজুর আল মতিন(প্রিতম) এর আপন নানী হাফেজা আসমা খাতুন ১৯৯১ সালের নির্বাচনে চার দলীয় জোটে জামায়াত হতে ২৩ নং সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হন। হাফেজা আসমা খাতুন জামায়াতের কেন্দ্রীয় নেতা থাকাকালীন শিবিরের ছাত্রী সং¯’ার তত্ত্বাবধানে ছিলেন। শিবিরের মূল ধারার রাজনীতির উপর উনার একাধিক বই রয়েছে। এছাড়াও মাসিক ও ত্রৈমাসিক ম্যাগাজিনে নিয়মিত প্রবন্ধ ও কলাম লিখতেন।

দুলাল হোসাইন আরো লিখেছেন, ‘প্রিতমের আপন মামা সাইফুল্লাহ মনসুর যুদ্ধাপরাধী নিজামীর জামাতা। প্রিতমের আপন খালা মুন্নি যুদ্ধাপরাধী গোলাম আযমের বড় ছেলে মামুন আল আযমীর বউ। মানজুর আল প্রিতম এর পিতা সাবেক বিচারপতি আব্দুল মতিন আদালত প্রাঙ্গণে জামায়াতপন্তী আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন। উনি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি, কারণ উত্তর দিলে এগুলোও বলতে হবে।কাহিনী এখানেই।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *