ডিসেম্বর ২২, ২০২৪

প্রায়ই পুত্র আভ্যান সম্পর্কে সমাজমাধ্যমে নানা ঘটনা ভাগ করে নেন অভিনেত্রী দিয়া মির্জা। এবার সৎ মেয়ে সামাইরা রেখিকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে মা দিবস প্রসঙ্গে বলতে গিয়ে সামাইরাকে নিয়ে কথা বললেন দিয়া।

দিয়া জানান, সম্পর্কে মা-মেয়ে হলেও তাকে সামাইরা ‘মা’ বলে সম্বোধন করে না। সামাইরার দেখাদেখি নিজের ছেলে আভ্যানও একই কাজ করে বলে জানান তিনি।

দিয়া বলেন, সামাইরা আমায় ‘মা’ বলে কখনও ডাকেনি। আমারও কোনও প্রত্যাশা নেই, ও আমায় ‘মা’ সম্বোধন করবে। ওর নিজের মা রয়েছে, যাকে ও ‘মা’ বলেই ডাকে। সামাইরা আমায় ‘দিয়া’ বলে। আর সেটা দেখে আভ্যানও আমায় মাঝে মাঝে ‘দিয়া’ বলে ডাকে। আবার কখনও ‘দিয়া মম’ বলেও ডাকে। এটা আমার কাছে খুব মজার লাগে!

মা দিবস উপলক্ষে দিয়া, সামাইরা ও আভ্যান দু’জনের সঙ্গেই ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবনের সব চেয়ে বড় প্রাপ্তি হল আমি তোমাদের মা হতে পেরেছি। সামাইরা ও আভ্যান, তোমরা আমায় ভরিয়ে দিয়েছো।’

২০২১ সালে মুম্বাইতে ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন দিয়া। সেই বছরই আভ্যানের জন্ম। কিন্তু জন্মের সময়ে বেশ কিছু শারীরিক জটিলতার সম্মুখীন হতে হয় সদ্যজাতকে। অন্য দিকে বৈভব ও তার প্রথম স্ত্রীর সন্তান সামাইরা।

দিয়া মির্জ়াকে শেষ দেখা গিয়েছে ‘ধক ধক’ ছবিতে। তিনি ছাড়াও এই ছবিতে ছিলেন রত্না পাঠক শাহ, ফাতিমা সানা শেখ ও সঞ্জনা সংঘি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...